1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

বাহারি নানা স্বাদের পান বিক্রি করে আনন্দ পান জেলখানা মোড়ের কাউসার

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ: বাহারি নানা স্বাদের পান বিক্রি করেন কাউসার

 

কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড়ে গিয়েছেন কিন্তু কাউসারের দোকানের পান খাননি, এমনটা কমই হয়। দোকানে হরেক রকমের সুস্বাদু পানের পসরা সাজিয়ে বসে আছেন ৩০ বছরের যুবক কাউসার মিয়া।

ভিন্ন স্বাদের নানা রকমের পান দেখে জিভে জল আসে পান প্রেমীদের। বিভিন্ন ধরনের মসলা দিয়ে তৈরি করা পান মুখে দিলেই ভিন্ন ধরণের স্বাদ পাওয়া যায়। প্রতিদিন অসংখ্য ক্রেতা ভিড় জমান তার দোকান আল কাউসার পান বিতানে।

কাউসারের দোকানে রয়েছে, ১০ টাকায় আশা, ২০ টাকায় ভালবাসা, ৩০ টাকায় রোমান্টিক, ৪০ টাকায় তানিয়া, ৫০ টাকায় নয়নমণি, ৬০ টাকায় অন্যরকম, ৭০ টাকায় প্রেম ভিখারি, ৮০ টাকায় শুকপাখি, ৯০ টাকায় আবেগ ও ১০০ টাকায় পাওয়া যায় প্রাণ স্বজনি পান।

সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ক্রেতাদের চাহিদা অনুসারে পানের খিলি তৈরিতে ব্যস্ত থাকেন কাউসার। ভুলে যান নাওয়া খাওয়ার কথা। এ কাজে তিনি অনেক আনন্দ পান বলে জানালেন এ প্রতিবেদককে।

পান খেতে আসা শামীম হোসাইন বলেন, কাউসার ভাইয়ের পানের জুড়ি নেই। এতো মজাদার স্বাদের পান এখানে এসে না খেলে বুঝা যাবে না। আমি নিয়মিত এখানে পান খেতে আসি এবং বাসার জন্য নিয়েও যাই।

পান ক্রেতা শাখাওয়াত ও আলামিন বলেন, জেলখানা মোড়ে আসলেই আমি কাউসারের দোকানের পান খাই। পানগুলো খেতে খুবই মজা।

পান বিক্রেতা কাউসার জানান, প্রায় ১৮ বছর ধরে এখানে তার এই ব্যবসা। বাহারি পান খেতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এতে তার আনন্দ লাগে। ব্যবসার পরিধি আরো বাড়াতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং