কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূঁইয়া (স্বতন্ত্র-মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন (স্বতন্ত্র-হেলিকপ্টার), আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান রাজু ( স্বতন্ত্র-কাপ পিরিচ) আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা (স্বতন্ত্র-আনারস), উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান দিদার (জাতীয় পার্টি-লাঙ্গল), উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক (গণতন্ত্রী পার্টি-কবুতর), আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ সদস্য ডা:মো:সোহাগ মিয়া (স্বতন্ত্র-টেলিফোন) শফিউল আলম জনি (স্বতন্ত্র -দোয়াত কলম)।
এছাড়া ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাসেল (স্বতন্ত্র-টিউবওয়েল) গোলাম মোহাম্মদ সুজন (স্বতন্ত্র-টিয়া পাখি) আওয়ামী লীগ নেতা মো:মঞ্জিল মোল্লা (স্বতন্ত্র-মাইক), আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ফকির (স্বতন্ত্র -তালা)।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা : আছমা আক্তার(স্বতন্ত্র-হাঁস),আওয়ামী লীগ নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা বেগম (স্বতন্ত্র-কলস),আওয়ামী লীগ নেত্রী রিনা আক্তার(স্বতন্ত্র – প্রজাপতি)রেজিয়া পারভীন(স্বতন্ত্র – ফুটবল)।
উল্লেখ্য আগামী ২৯ মে করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply