কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন পরিচালনা করতে মোটরসাইকেল প্রতীকের শেখ দিলদারকে স্থানীয় অটো চালকেরা আর্থিক সহযোগিতা করেছেন। বুধবার, ১৫ মে সকালে তার নিজ এলাকা বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকার বেশ কয়েকজন অটো চালক মিলে তার হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী শেখ দিলদার বলেন, আমার এলাকার খেটে খাওয়া অটো চালকগণ আমার নির্বাচন পরিচালনা করার জন্য আমাকে আর্থিক সহায়তা করেছেন। আমি তাদের প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।
উল্লেখ্য, আগামী ২১ মে ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কটিয়াদী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে উপজেলা জুড়ে সরব রয়েছেন প্রার্থীরা। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply