কিশোরগঞ্জে এবারো এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে জেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে জেলার মধ্যে তার শীর্ষস্থান ধরে রেখেছে।
এবারের এসএসসি পরীক্ষায় সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।তাদের সবাই পাশ করেছে।পাশের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২০৬ জন ছাত্রী।
কিশোরগঞ্জ জেলায় এসএসসি’তে এবার মোট ৪৪৬ টি প্রতিষ্ঠান থেকে মোট ১৯৩৬ জন জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাধিক ২০৬ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪৮ জন।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২জন ছাত্র।
Leave a Reply