কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোরাই পাওয়ার টিলারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ
গ্রেফতার দুইজনের মধ্যে মো. রাসেল মিয়া(২৯) পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মোর্শেদ উদ্দিনের ছেলে ও ফরহাদ(২৮) একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
মুক্রবার, ১০ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার হিজলিয়া গ্রামের আশরাফুল হকের বাড়ির পিছন থেকে চুরি যাওয়া পাওয়ার টিলারসহ গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযানে নেতৃত্ব দেন।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সততা নিশিত করে বলেন, গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply