বিশ্বসম্প্রদায়ের সকল অনুরোধ, সাবধানবাণী উপক্ষো করে অবশেষে দক্ষিণ গাজার রাফাহ সীমান্ত দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী আই ডি এফ।
মঙ্গলবার, ৭ মে স্থানীয় সময় সকালে গোলা ছোঁড়তে ছোঁরতে ইসরায়েলি ট্যাঙ্ক বহর গাজার মিসর সীমান্তবর্তী শহর রাফাহতে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে। এর আগে তারা রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে কঠোর নির্দেশনা জারি করে। এর পরই রাফাহ ছাড়তে শুরু করে ফিলিস্তিনি নাগরিকেরা।
রাতেই ইসরায়েলি বিমানবাহিনী রাফাহ’র আবাসিক ভবনগুলোতে বিমান হামলা শুরু করে। এদিকে আগে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই মঙ্গলবার রাতে আইডিএফের নৃসংশ হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন- এমন খবর পাওয়া গেছে।
হামাস কাতার এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের দ্বারা পেশ করা গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার পরেও ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা বলার পরে এই অনুপ্রবেশ ঘটে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের দাবির থেকে অনেক দূরে থাকা সত্বেও আলোচনার জন্য তারা কিন্তু কায়রোতে একটি প্রতিনিধি দল পাঠাবেন।
আল জাজিরা থেকে অনুদিত
Leave a Reply