ইতিহাসের সকল রেকর্ড ভেঙ্গে তীব্র তাপদাহে পুড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা।
মঙ্গলবার, ৩০ এপ্রিল বেলা তিনটার দিকে সেখানে বিরাজ করছিলো ৪৩. ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।
তীব্র এই তাপদাহে চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিরাজ করছে স্থবিরতা। তীব্র গরমে ঘর থেকে বের হতে পারছেনা এই জনপদের মানুষজন। খেটে খাওয়ারা পড়েছেন চরম বিপাকে। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, হাঁপানী, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগির সংখ্যা ক্রমেই বাড়ছে। টানা ১৯ দিন ধরে সেখানে হিট এলার্ট জারি রয়েছে। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
Leave a Reply