1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৪ এপ্রিল সকালে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও ঢাকা বিভাগ উত্তরের আহবায়ক আলহাজ্ব মাকসুদুল ইসলাম।
জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ্‌’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগ উত্তরের সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান মোল্লা।
সম্মেলন প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী চৌধুরি,বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, বাংলাদেশ কৃষকলীগের সমবায় সম্পাদক নায়ন মোহাম্মদ আহসান হাবীব, বাংলাদেশ কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন।
এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিট কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক তাদের ইউনিটের সার্বিক অবস্থা তুলে ধরেন।এবং প্রত্যেকটি ইউনিটের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।উপজেলা ও ইউনিট কমিটি গুলির সম্মেলন শেষে জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং