মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ১৪৩১ বাংলা নববর্ষ উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রবিবার, ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রাটি ইটনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটনা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাহিদ হোসেন, ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানি, ইটনা উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেন। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে।
Leave a Reply