“আপনার হালাল অর্থেই হোক মানবতার সেবা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ৯ এপ্রিল বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক রথখোলা মাঠে প্রায় শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আল হালাল ফাউন্ডেশন (একটি স্বেচ্ছাসেবী) সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় দুঃস্থ শতাধিক পরিবারের বিভিন্ন ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা সাবেক যুব উন্নয়ন অফিসার একেএম আব্দুল কাদির ভুইয়া হিরো ও আল হালাল ফাউন্ডেশন সংগঠনের সভাপতি আশিকুর রহমান তানভীর।
সংগঠনের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল হালাল ফাউন্ডেশন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল কবীর ইফতি। বিশেষ অতিথি উপদেষ্টা শফিকুল ইসলাম বকুল,অতিথি সমাজসেবক আবদুল আজিজুর রহমান, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদ সংগঠনের সভাপতি আমিনুল হক সাদী, আল হালাল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস.এম রাজন প্রমুখ।
Leave a Reply