1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ২ টাকা প্রতীকি মূল্যে  ঈদ বাজার

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে গরিব দু:খী মানুষের কথা চিন্তা করে মাত্র ২ টাকার প্রতীকি মূল্যে ব্যতিক্রমী ঈদ বাজারের আয়োজন করেছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার, ৮ এপ্রিল দুপুরে জেলা শহরের নগুয়া এলাকার ইব্রাহিম ম্যানসন প্রাঙ্গনে আয়োজিত এই বাজারে তিন শতাধিক পরিবারকে দেয়া হয় ঈদের বাজার। এতে প্রতিটি পরিবার দুই টাকা প্রতীকি মূল্যের বিনিময়ে ১০ ধরনের হাজার টাকার পণ্য নিতে পারেন। ঈদ উপলক্ষে প্রতীকি দামে প্রয়োজনীয় ঈদসামগ্রী পেয়ে খুশি হয়েছে পরিবারগুলো। বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই ঈদ বাজারের আয়োজন করা হয়। দুই টাকায় প্রতি পরিবারকে একটি শাড়ি, একটি লুঙ্গি, এক কেজি পোলাও চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, দুধ, লবণ, সাবান ও স্যাম্পু দেওয়া হয়। নামমাত্র মূল্যে ঈদের জন্য এত খাদ্যসামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে।কোনও ধরনের আনুষ্ঠানিকতা না করে অসহায় মানুষের জন্য খুলে দেওয়া হয় এই বাজার। সবাই নিজের হাতে পণ্যগুলো নিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন। দুই টাকায় কেনাকাটা করা আমেনা খাতুন বলেন, ‘আজ আমি অনেক খুশি। এতো কম টাকায় ঈদের এত বাজার করতে পারব চিন্তাও করতে পারিনি। রোজার মাসে তেমন কাজকর্ম নেই। চিন্তায় ছিলাম এবার ঈদে ছেলে-মেয়েদের সেমাইও খাওয়াতে পারব কি না। কিন্তু আজকে এ ঈদ বাজার সেই সুযোগটা করে দিয়েছে।’ মাত্র ২ টাকায় হরেক রকম এমন ঈদ বাজারের আয়োজক কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি বলেন, ‘পাচঁ বছর ধরে আমরা এ ধরনের বাজারের আয়োজন করছি।প্র তিবছরের ন্যায় এবারো তিন শতাধিক পরিবারকে ঈদসামগ্রী দেওয়া হয়েছে।’

এনায়েত করিম অমি আরো বলেন, ‘ঈদে ধনী-গরিব নির্বিশেষে সবাই পরিবার-পরিজন নিয়ে একটি দিন উৎসবে থাকতে চায়। কিন্তু নিম্নবিত্ত মানুষের তেমন সামর্থ্য থাকে না। তাই আমরা তাদের জন্য এমন আয়োজন করেছি। দুই টাকা মূল্য থাকায় কেউ ফ্রি নিয়েছে এমনটা ভাবতে পারবে না। তারা মনে করবে, টাকা দিয়েই এসব সামগ্রী কিনেছে। আমরা আমাদের সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আরো বড় পরিসরে করার চেষ্টা করবো।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং