কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের (ভিজিএফ) চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শনিবার, ৬ এপ্রিল সকালে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদে ৫ হাজার ৫ শ’ ২৬ টি হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক। এ কর্মসূচি ৩ দিন ব্যাপি চলবে।
বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার তদারকির দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় অফিসার এরশাদ রিকাব্দার। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিষদ সচিব রজগোপাল বৈষ্ণব ও সকল ইউপি সদস্যবৃন্দ।
এসময় ইউপি চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার আমাদের সকলের উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেককে ১০ কেজি করে চাল দিচ্ছি।
Leave a Reply