কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু একটি মামলায় ৫দিন কারাভোগের পর নিজ এলাকায় ফিরার পরনেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন।
বৃহস্পতিবার, ৪ এপ্রিল সকালে ঢাকা থেকে নিজ এলাকা পাকুন্দিয়ায় আসার পথে উপজেলার থানারঘাট এলাকায় পৌঁছলে তাকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে গত মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পান।
এসময় নেতাকর্মী-সমর্থকদের এমন ভালবাসায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রফিকুল ইসলাম রেনু। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত মোটর সাইকেল নিয়ে থানারঘাট এলাকায় জড়ো হন তাঁর সমর্থিত নেতাকর্মীরা।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে থানারঘাট বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, রফিকুল ইসলাম রেনু। পরে মোটরসাইকেল, পিকআপ ও অটোরিকশার বিশাল বহর নিয়ে মঠখোলা বাজার, আঙ্গিয়াদী বাজার হয়ে পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহে উপস্থিত হন তারা। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, কারামুক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু ও পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।
প্রসঙ্গত, ২০১২সালের একটি মামলায় সম্প্রতি দুই বছরের সাজাপ্রাপ্ত হন রফিকুল ইসলাম রেনু। গত ২৭মার্চ আদালতে আত্মসমর্থন করলে তাকে কারাগারে পাঠানো হয়। পাঁচদিন কারাভোগের পর গত ২ এপ্রিল জামিনে মুক্ত হন তিনি। রফিকুল ইসলাম রেনু কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এর আগেও তিনি পাকুন্দিয়া সদর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক।
Leave a Reply