ময়মনসিংহের নান্দাইলে জনগণের চলাচলের রাস্তার মাঝখানে গাছ লগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
গত চারদিন যাবত ওই রাস্তা দিয়ে জনগণের যাতায়াত ও যানবাহন চলাচলে সীমানহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এমনটি ঘটেছে নান্দাইল উপজেলার নং গাংগাইল ইউনিয়নের বিয়ারা এলাকায়।
জানা গেছে, বিয়ারা গ্রামের প্রভাবশালী ব্যক্তি মোক্তার হোসেনের ছেলে হাসান, রহমত আলীর পুত্র আব্দুল আওয়াল, ছাইদুল, এমদাদুল গং গত রবিবার বাড়ির সামনে দিয়ে যাওয়া গ্রামীণ রাস্তার মাঝখানে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলজ ও বনজ গাছের চারা রোপন করে এ প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।
বুধবার, ৩ এপ্রিল সরেজমিন পরির্দশন করে দেখা গেছে, ওই গ্রামীণ রাস্তাটি গাংগাইল ইউনিয়নের অন্তর্গত। রাস্তাটি সদ্য প্রয়াত মাও. আব্দুল হাই এর বাড়ি থেকে হাফিজ উদ্দিনের বাড়ি ভায়া ময়মনসিংহ টু ভৈরব রেললাইনে সংযোগ হয়েছে। বিভিন্ন সময়ে সরকারি অর্থ বরাদ্দের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি সংস্কার করা হয়েছে। তবে রাস্তাটি প্রশস্তকরণে নিয়ে কিছু জটিলতাও রয়েছে। বর্তমানে অভিযুক্ত হাসান ও রহমত গং রাস্তার মাঝখানে শিমুল গাছ, রেইন্ট্রি গাছ, কদম গাছ, কাঁঠাল গাছসহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাস্তাটি বন্ধ করে রেখেছে।
তবে স্থানীয় অন্যান্য বাসিন্দারা বলছেন, এলাকার প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই অকর্ম ঘটানো হয়ে যা তীব্র নিন্দারে বিষয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজল মিয়া, হাদিছ মিয়া ও আব্দুর রাজ্জাক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের হিসাবে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া মোটেই উচিত নয়। এলাকার লোকজন হাসান ও আওয়াল গংকে বললেও তারা এলাকাবাসীর কথা মানছে না। এ ব্যাপারে জনগণের স্বার্থে রাস্তা থেকে রোপিত গাছ অপসারণ করার জন্য জরুরীভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বলে জানান এলাকাবাসী।
Leave a Reply