ময়মনসিংহের নান্দাইলে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার শফিকুল ইসলাম রনি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের উত্তর চন্ডিপাশা গ্রামের মৃত গণির মিয়ার ছেলে।
সোমবার, ১ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার নান্দাইল পৌরসভার দক্ষিণ চারিপাড়া এলাকায় থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১০২ পিস ইয়াবাসহ হাতে নাতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। দীর্ঘদিন যাবত সে মাদক ক্রয়-বিক্রয় করে আসছি। তার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
মঙ্গলবার, ২ এপ্রিল নান্দাইল মডেল থানা পুলিশ তাকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত রনিকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করেছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন মাদক নির্মূলে আমরা অভিযান অব্যাহত রেখেছি। জুয়া ও মাদককারবীদের কাউকে কোন রকমের ছাড় দেওয়া হবে না।
Leave a Reply