ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান চালক আলাউদ্দিন (৫০) মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার, ১৭ মার্চ বিকেলে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ইভা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলাল উদ্দিন ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের ফকির বাড়ির শমশের আলীর ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের আবুল কাশেমের ছেলে রেজাউল করিম, একই ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজিলা খাতুন ও ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আকবর আলী। এ তথ্য নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার লিজা। তিনি বিডিচ্যানেল ফোরকে বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ইভা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে বালুবাহী ট্রাক উল্টে মহাসড়কের উপর পড়ায় মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রিশাল থানা পুলিশের চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, নিহত আলাল উদ্দিনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।
Leave a Reply