“চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হোন” প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই স্লোগান ও ‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’ এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা বিআরডিবি’র হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিআরডিবি’র চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ছোটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, হিসাব রক্ষক মো. কামাল হোসেন, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, পরিচালক কমান্ডার মো. মতিউর রহমান প্রমুখ।
Leave a Reply