1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

করিমগঞ্জে তিন দিনব্যাপী  ফাল্গুনী মেলা শুরু 

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিন দিনের ফাল্গুনী মেলা। মেলায় ৩৯৫ টি স্টলে বিভিন্ন সেবা ও অফার নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।করিমগঞ্জ উপজেলার উরদিঘী (মরিচখালী) বাজার বণিক ও ভিট মালিক সমিতির কার্যকরী  সদস্য আবু সাঈদ ভূঁইয়া বলেন,এখানকার মানুষজন  সারা বছর ধরে অপেক্ষায় থাকে এই মেলার। শুধু উরদিঘী নয়,আশপাশের মানুষের ভিড়ে পুরো সময় জুড়েই মেলা জমজমাট থাকে। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাগম হয় হাজারো মানুষের। গ্রামীণ মেলার যে সব ঐতিহ্য থাকে,তার সব কিছুই রয়েছে এই মেলায়। তবে এই মেলার অন্যতম আকর্ষণ হলো ফার্নিচার। এছাড়া থাকছে হস্ত শিল্প সামগ্রী, ঘরোয়া খাবার ও হাতের কাজের পোশাক,শিশুদের নান্দনিক পোশাক, মেয়েদের সাজ সরঞ্জাম, থ্রি পিস,টু পিস,মৃৎশিল্পসহ বিভিন্ন পণ্যের স্টল। উরদিঘী ফাল্গুনী মেলা উদযাপন কমিটির সভাপতি শফিউজ্জামান শফি বলেন,প্রশাসনের সহযোগিতায় মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দশানার্থীসহ দোকানদারদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা সতর্ক রয়েছি। শতাধিক স্বেচ্ছাসেবক মেলাকে নিরাপদ রাখতে পালাক্রমে কাজ করছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, হযরত পাহাড় খাঁ ৭৭ বছর আগে করিমগঞ্জের গুণধর ইউনিয়নের উরদিঘী এলাকায় আগমন করেন।তখন থেকেই এই মেলার আয়োজন করা হয়। ইতিহাস অনুযায়ী এই মেলা প্রায় ৭৭ বছর ধরে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।প্রতি বছরের ফাল্গুন মাসের ১৩ তারিখ থেকে এই মেলা শুরু হয়। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং