1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

নান্দাইলে তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩৭ বার পড়া হয়েছে

 

‘পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে তিনদিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার, ১৯ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বইমেলার আয়োজন করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  বই মেলার উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান মোশফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সাইদুর রহমান প্রমুখ।

১৯ থেকে ২১শে ফে্রিুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বই মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডিসি (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম বলেন, একুশে বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একুশ আজ কেবল আমাদের নয়, পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার প্রতীক। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই।

এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকালে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এবারের বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্য সংস্থা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও লাইব্রেরিসহ ২১টি স্টল অংশ নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং