কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি বিকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের হাতে এ ফলাফল তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
গত ১ ও ২ ডিসেম্বর শিশু শ্রেণী থেকে ৮ ম শ্রেণী পর্যন্ত ১১৫৮ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ,এতে ৫ টি ভিন্ন ক্যাটাগরিতে ৫৯৮ জন বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান তসলিমুর রহমান খান,মহাসচিব মো:আনোয়ার হোসেন মেনন,শিক্ষাসচিব মারিয়া সুলতানা ঝুমা,অর্থসচিব সাহাবউদ্দিন,প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম মাসুম,রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই।
পরবর্তীতে জঁমকালো অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।
Leave a Reply