কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার,১১ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। এতে স্বাগত বক্তব্য দেন, পাকুন্দিয়া পৌর সভার প্যানেল মেয়র সিদ্দিক হোসেন( রিপন) , কাউন্সিলর নাছির উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল আলম শরীফ। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটর সদস্য জালাল উদ্দীন নয়নসহ এলাকায় গণ্যামাণ ব্যক্তিবর্গ ।
প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply