কিশোরগঞ্জের ভৈরবে পরিবহণ চাঁদাবাজীর অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার পাঁচজনের মধ্যে মো. আল আদিন(৪০) ভৈরব পৌর সদরের জগন্নাথপুর, দক্ষিণপাড়া এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে, মো. রাসেল মিয়া(২৬) কমলপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে, মো. রোমান মিয়া(৩৭) লক্ষীপুর এলাকার মৃত. হূমায়ুন কবিরের ছেলে, মো. পারভেজ মিয়া(২৬) উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত. চুন্নু মিয়ার ছেলে ও মো. রুবেল মিয়া(৩৩) একই এলাকার ইলিয়াস মিয়ার ছেলে।
বুধবার, ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে পরিবহণ থেকে চাঁদা তোলার সময় দূর্জয়মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিগণ পরিবহণ সেক্টরে চাঁদাবাজীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন মর্মে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মো. ফাহিম ফয়সাল।
এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।
Leave a Reply