
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ইটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ এপ্রিল তাওহীদি জনতার ব্যানারে বাদ আসর পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ইটনা ধনু নদীর পাড় সংলগ্ন খোলা মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিলে ইটনা উপজেলার শত শত তাওহীদি জনতা অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যার বিচারের দাবি করা হয়। জাতিসংঘের কাছে ইসরাইলের গণহত্যার বিচার দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্ব মুসলিমকে ইসরাইলের সকল পণ্য বয়কটের দাবি তোলা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইটনা বড়হাটির মসজিদের ইমাম এ কে এম নুরুল্লাহ, হাফেজ আব্দুর নুর, ইটনা সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা শফিউল আলম, ইটনা পূর্বগ্রাম কওমী মাদরাসার মোহতামিম মাওলানা মঞ্জুরুল হক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ আবুল হোসাইন প্রমুখ।
Leave a Reply