
নেত্রকোনা জেলার মদন উপজেলার দীন ইসলাম হত্যা মামলার এজহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুই আসামির মধ্যে আবু তাহের (৬৫) নেত্রকোনা জেলার মদন উপজেলার কাপাসাটিয়া এলাকার মৃত মোমরোজ আলীর ছেলে ও সুফিয়া আক্তার (৫০) একই এলাকার আবু তাহেরের স্ত্রী। গ্রেফতার দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
শনিবার, ৫ এপ্রিল রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুর জেলার বাসন উপজেলার ভোগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম দীন ইসলাম চলতি বছরের ৬ মার্চ দুপুর ১টার দিকে নিজের ক্রয় করা জমির সীমানা নির্ধারণ করতে গেলে ১নং আসামি আবু তাহের (৬৫) সহ অন্যান্য আসামিগণ তার জমিতে প্রবেশ করে দীন ইসলামকে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় দীন ইসলামের স্ত্রীর (বাদিনী) ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিম দীন ইসলামকে উদ্ধার করে নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৭ মার্চ দুপুর টার দিকে ভিকটিম দীন ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার (৫৬) বাদি হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলার সূত্র ধরে র্যাব ছায়াতদন্ত শুরু করে। অবশেষে তারা মামলার দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিদের নেত্রকোনা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply