
কিশোরগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে দস্যুতা প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. বাছির উদ্দিন (২৭) কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলা এলাকার মো. শহিদ মিয়ার ছেলে।
বুধবার, ২ এপ্রিল রাত ১০টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নগুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply