
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ১৯৮তম ঈদুল ফিতরের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৩১ মার্চ সকাল ১০টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেন।
জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
শান্তিপূর্ণভাবে ঈদ জামাত পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা । নিরাপত্তার অংশ হিসেবে মাঠে সিসি ক্যামেরা, ছয়টি ওয়াচ টাওয়ার, আর্চওয়ে গেট এবং সাদা পোশাকে পুলিশের তৎপরতা ছিল চোখের পড়ার মত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম , পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে প্রতিবছর দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক বিতর্কিত ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের প্রতি অনাস্থার কারণে বিগত সরকারের আমলে মাঠে মুসুল্লি উপস্থিতি ছিল খুবই কম। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম সকল শ্রেণির মুসুল্লি আনন্দ চিত্তে মাঠের নামাজে অংশ নেন।
Leave a Reply