
কিশোরগঞ্জে রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৬ মার্চ শহরের উজানভাটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মুখলেছুর রহমান আকন্দ উজ্জ্বল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ বলেন, “৭১-এর স্বাধীনতাকে ২৪-এর অভ্যুত্থান রক্ষা করেছে। ২৪ আর ৭১-কে মুখোমুখি দাঁড় করানো যাবে না।” তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply