
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১১মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম,উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলীম রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ ও আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈমসহ উপজেলা আলেম উলমা পরিষদের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার তার বক্তব্যে বলেন, আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ২৪টি করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ২ হাজার ৯৬১ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৪৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি।
Leave a Reply