1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

এম এ হান্নান।।
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার, ২ মার্চ সকাল সাড়ে ১০টায়  ” তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচনে গণসচেতনতা বাড়াতে হবে। দেশের সার্বিক উন্নয়নের সৎ, যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আমরা সবাই মিলেমিশে যোগ্য নেতা নির্বাচন করতে পারলেই দেশটা আমাদের সবার হবে, সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটবে।

‘তিনি আরো বলেন, এনআইডি করার সময় নাম ঠিকানা যাতে সঠিক থাকে তা অত্যন্ত যত্নসহকারে খতিয়ে দেখে তা লিপিবদ্ধ করা জরুরী। না হলে ভুক্তভোগীরা নানাবিধ রাষ্ট্রীয় সেবায় হয়রানির শিকার হবেন।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল আলম ।  বিশেষ  অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারীগলসহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন  আহম্মদের সঞ্চাললনায় আলোচনা সভায়, জেলার  দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শুরুর পূর্বে র‌্যালির মাধ্যমে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। র‌্যালিটি জেলা কালেক্টরেট কার্যালয়ের থেকে বের হয়ে জেলা নির্চন অফিসে গিয়ে  শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং