1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

করিমগঞ্জে ডিএসকে’র কৈশোর কর্মসূচি

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

“মেধা ও মননে সুন্দর আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় করিমগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সফলভাবে সম্পন্ন হলো কৈশোর কর্মসূচি। মাসব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সচেতনতা কর্মশালা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম।

ফেব্রুয়ারি মাসব্যাপী উপজেলার ১২টি কর্ম এলাকার মধ্যে ১১টিতে ক্রিকেট, পাঞ্জা খেলা (আর্ম রেসলিং), প্রবন্ধ রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার,২৬ ফেব্রুয়ারি করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক জুনায়েদ আলম খান। সভাপতিত্ব করেন ডিএসকে কিশোরগঞ্জ-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক আল আমিন, জাফরাবাদ ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি স্বাধীন আহম্মেদ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক সিরাজ উদ্দিন আহমেদ, সমাজকর্ম বিভাগের প্রভাষক ইকবাল হোসেন চৌধুরী ও প্রভাষক সাইফুর রহমান।

সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, কৈশোর কর্মসূচি’ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর করিমগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার মো. জুয়েল খান।

এই কর্মসূচির মূল লক্ষ্য কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও সামাজিক দক্ষতা উন্নয়ন। কর্মসূচির অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদকবিরোধী প্রচার, নারী ও শিশুর অধিকার, স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং