1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

ইটনায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়।

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায়  উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীন আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন ইটনা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক পটল। ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সিনিয়র সহকারী শিক্ষক আবু নাছের। বক্তাগণ স্থানীয় সরকারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং