শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটি। শুক্রবার,২১ ফেব্রুয়ারি সকালে দিবসটি উপলক্ষ্যে গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কার্যালয় ৭৯,কাকরাইল মায়াকাননের সামনের সড়ক জড়ো হন।
এরপর গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: শহীদুল্লাহ সিকদার এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের নেতৃত্বে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৭ টা ৪৫ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহিদের আত্নত্যাগকে স্মরণ করেন। পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আকাংখিত মুক্তিযুদ্ধের চেতনার শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
গণতন্ত্রী পার্টির কর্মসূচি ছিল ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদশর্ন। এতে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আলম,সম্পাদক মন্ডলীর সদস্য শফি রেজা নূর মজুমদার, মিরাজুল ইসলাম জামান,হরি প্রসাদ মিত্র, সাদীদ আহমেদ সাদী,ফখরুদ্দিন আহমেদ খোকন,মোহাম্মদ আলী লিটন প্রমুখ।
Leave a Reply