কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শ্বশুর বাড়িতে হামলা ও অপহরণের শিকার হয়েছেন জামাই আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও স্ত্রী মোমেনা খাতুনের দায়ের করা মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন তিনি।
সোমবার, ১০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা সদরে একটি ভবনের কক্ষে এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাসুদ।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাসুদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোদ্দ বাটরা গ্রামের গওসুল হকের ছেলে। অভিযুক্ত মোমেনা খাতুন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরপুমদী গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি আব্দুল্লাহ আল মাসুদের দ্বিতীয় স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ জানান, গত ২০২২ ইং সালে মোমেনা খাতুনকে বিয়ে করার পর গাজীপুর বোর্ড বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তারা। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমি মালয়েশিয়ায় প্রবাসে থাকার সুবাদে মোমেনা খাতুন পরকীয়ায় প্রেমে জড়িয়ে পড়েন। তার কথিত প্রেমিক কিশোরগঞ্জ শহরের বাসিন্দা সোহেলের সহযোগীতায় বিভিন্ন সময়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেন মোমেনা খাতুন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মোমেনা খাতুন আমার নামে মিথ্যা যৌতুকের মামলা করেন। মামলার বিষয়ে কিশোরগঞ্জ আদালতে হাজির হলে মোমেনা খাতুন এবং তার কথিত প্রেমিক সোহেল ও তার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এক পর্যায়ে তারা আমাকে অপহরণের চেষ্টা করে। এসময় আমি পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করি। পরে পুলিশ আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এসব ঘটনার প্রেক্ষিতে আমি আইনী ব্যবস্থা নিতে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করি। এরপর থেকে আমাকে আসামিগণ মোবাইলফোনে হুমকী দিয়ে আসছেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
Leave a Reply