1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় স্কুলের সভাপতি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল,  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফরহাদ আহ‌মেদসহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

স্কুল ক্যাম্পাসের কড়াই চত্বর জুড়ে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। স্কুল কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন বকুল পিঠা, কেউ বানিয়েছেন পুলি পিঠা, কেউবা গোলাপ পিঠা, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা।

শিক্ষার্থীদের তৈরি করা এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেছে দর্শনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং