1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

পাকুন্দিয়ার পুলেরঘাট বাজারে অগ্নিকাণ্ড, ৬ দোকানে পুড়ে ছাই দুই কোটি টাকার মালামাল

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারের গচিহাটা রোডে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। এতে অন্তত ২ কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।  শুক্রবার, ২৪ জানুয়ারি রাত সাড়ে ৩ টায় পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরে  গচিহাটা রোডে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে মরহুম জালাল উদ্দিনের দোকান সোনালী স্টোরে আগুন লাগার পর  দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দুইটি মনোহারি, তিনটি মোবাইল শপ ও একটি স্বর্ণের দোকান  পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। সোনালী স্টোরে  মালিক আলমগীর জানান, তার দোকানে নগদ  টাকাসহ ৬০ লাখ টাকার ওপরে মালামাল ছিল।

আরেক ব্যবসায়ী সেলিম মিয়ার দাবি, তার দোকানে দুই লাখ নগদ টাকাসহ অর্ধকোটি টাকার উপরে মোবাইল একসেসারিজ  ছিল। মোট ছয়টি  দোকান মালিকের প্রায় দুই কোটি টাকার ওপরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

পাকুন্দিয়া  ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা শাজাহান বিডিচ্যানেল ফোরকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিশোরগঞ্জ সদর ,পাকুন্দিয়া ও কটিয়াদী  থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানো শুরু করে।  তিনটি উনিট কাজ করে  আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানতে বিষয়টা তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং