মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার, ২৪ জানুয়ারি এ উপলক্ষে নান্দাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম শামস্ এর তত্বাবধানে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. শফিকুল ইসলাম সবুজ মুন্সি।
Leave a Reply