1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

ত্রিশালে সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান 

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবারে, ২৩ জানুয়ারি দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দু’পাশে এবং পৌর শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা ত্রিশাল থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় সরকারী নজরুল কলেজের সামনে থেকে শতাধিক দোকান ও কাঁচা বাজার, ফলের দোকান, স্মৃতিসৌধের সামনে থেকে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন সংগঠন ও বাণিজ্যিক দোকান, হোটেল এবং স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপ বিভাগীয় প্রকৌশলী মো. মোফাখখারুল ইসলাম,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল পৌরসভার সচিব নওশীন আহমেদ, ত্রিশাল মোটর মালিক সমিতির সভাপতি আনম ফারুক ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী বিডিচ্যানেল ফোরকে জানান , এখানে অবৈধ স্থাপনার কারণে যানজট লেগেই থাকতো। তাই আজকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে এসব উচ্ছেদ করলেও তারা আবার স্থাপনা বসিয়েছিল। আজ থেকে তারা যেন আবার না বসতে পারে তার জন্য প্রপার মনিটরিং করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং