ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফাহাদ মোহাম্মদ আরাবি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের ছেলে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সামনের সড়কে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী করে রাখা ছিল। পেছন দিক থেকে তিন আরোহীসহ দ্রতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে রয়েছে। দু’জনকে মৃত আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরোহিদের সাথে ব্যাগ ভর্তি মদের বোতল পাওয়া গেছে।’ ধারণা করা হচ্ছে তারা ভারতীয় অবৈধ মদ চোরাচালানের সাথে জড়িত ছিলেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল খায়ের বিডিচ্যানেল ফোরকে জানান, আহতের পরিচয় পাওয়া গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক আর মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply