গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
বুধবার,৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে তারা এ শোকবাণী জানান।এতে বলা হয়, “গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আলাউদ্দিন (৭৫) মঙ্গলবার, ৭ জানুয়ারি রাত ১১ টায় মুন্সিগঞ্জ জেলার নিজ বাড়ীতে দীর্ঘ রোগ ভোগের পর ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আইন পেশায় যোগদানের আগে তিনি বিসিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পার্টির নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে মরহুমের জীবন বাজী রেখে অংশ গ্রহণসহ ছাত্র জীবন ও রাজনৈতিক জীবন সকল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ বিনিমার্ণে আপোষহীন আন্দোলন সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিনের মৃত্যুতে পার্টি এবং এলাকাবাসী তথা দেশবাসীর যে অপূরণীয় ক্ষতি সাধিত হলো তা কোন দিন পূরণ হওয়ার নয়,গণতন্ত্রী পার্টির এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।গণতন্ত্রী পার্টির প্রচার সম্পাদক মো:কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply