1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

কুলিয়ারচরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু’মাসব্যাপী “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৫ জানুয়ারি সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এ উপজেলায় সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে তারুণ্যের উৎসব  উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উৎসবটি সুন্দর ভাবে পালনের জন্য একটি আহবায়ক কমিটি ও বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া কর্মসূচি ১৯ ফেব্রুয়ারি শেষ হবে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং