জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বিকাল ৩টায় পৌরসভার ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ, দশম শ্রেণীর ছাত্র রাহি ও ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন। নিহত ৩ জন মামাতো-ফুপাতো ভাই।
জানা যায়, দুপুরে দুই মামাতো ভাই আফিফ, রওশন ও রাহি ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদে গোসল করতে নামলে ৫ জন পানিতে ডুবে যায়। স্থানীয়রা নদে নেমে দুজনকে। জীবিত উদ্ধার করে। পরে নিখোঁজ ৩ জনকে খোঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply