জার্মানির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। এর ফলে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের প্রস্তুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর আর কোন বাধা থাকল না।
গত বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতার বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপির সমন্বয়ে তিন দলের জোট সরকার ভেঙ্গে যাওয়া। তার পরেই সংসদে আস্থাভোটে শলজের হেরে যাওয়ায় সবার কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়েই যায়, আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি।
এমন বাস্তবতায় দেশের স্থিতিশীলতা ও সরকার ব্যবস্থার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক নীতি মেনে দেশটির সংসদ ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
Leave a Reply