ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার, ১১ ডিসেম্বর সকাল ১০টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক সুজন মিয়া প্রমুখ।
১৯৭১ সনের ১১ ডিসেম্বর পাকিস্তানের হানাদার ও রাজাকার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল নান্দাইল উপজেলা। তাই প্রতি বছর ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
Leave a Reply