কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা বিশুদ্ধ পানির চাহিদা মিটাতে মৃগা ইউনিয়নের লাইমপাশার সুলতানা বেগম, আশ্রব আলী, আব্দুল কাদির, আলী আকবর ও রওশন আলী গত অর্থ বছরে জনস্বাস্থ্য অফিস থেকে সরকারি ভাবে একটি করে টিউবওয়েল পান। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে, টিউবওয়েল গুলি স্থাপনের পর থেকেই বিকল হয়ে পড়ে আছে। টিউবওয়েল দিয়ে কোন পানি বের হয় না।
এ ব্যাপারে সুলতানা বেগম এর স্বামী মো: আলা উদ্দিন বলেন, বার বার ইটনা উপজেলা জনস্বাস্থ্য অফিসে যোগাযোগ করেও কোন সমাধান মিলেনি। ইটনা উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: শাহীন আলমের কাছে জানতে চাইলে তিনি বিডিচ্যানেল ফোরকে বলেন, আমি এই উপজেলায় দুই মাস হয় যোগদান করেছি, তাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply