কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মুশফিকুর রহমান দিনার (৪০) পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক।
রবিবার, ২৪ নভেম্বর রাত পৌনে ৮ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাউনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।
তিনি আরো জানান, গত ২০ জুলাই সকাল অনুমান ১০টা থেকে বিকেল ৩টার দিকে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন পাকুন্দিয়া বাজারস্থ ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুত্বর আহত হয়।
ওই হামলার ঘটনায় মো. মোস্তফা (৫৪) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এক পর্যায়ে র্যাব তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
Leave a Reply