1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

নান্দাইলে দিনদুপুরে নিরীহ কৃষকের পাকা ধান কেটে নিলো প্রতিপক্ষ  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।  
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের নিরীহ কৃষক দুলাল আকন্দের ১৫ শতাংশ জমির পাকা ধান দিনদুপুরে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয় প্রায় ২৬ বছর যাবত ভোগ দখলে থাকা  কৃষক দুলাল আকন্দের ক্রয়কৃত সাফ কাওলা কৃষি জমি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে চক্রটি।  এমন অভিযোগ উঠেছে একই গ্রামের বংশীয় মৃত মৌলার বাপের পুত্র রিটন আকন্দ, শামসুল আকন্দের পুত্র বায়েজিদ আকন্দ, জুনায়েদ আকন্দ ও মৃত গোলাম হোসেম আকন্দের পুত্র আব্দুল হাই আকন্দের বিরুদ্ধে। 

জানা গেছে, উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদের সাথে নিরীহ কৃষক দুলাল আকন্দের জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার  আনুমানিক সকাল ১০টার দিকে একই গ্রামের  রিটন আকন্দ, শামসুল আকন্দ ও আব্দুল হাই আকন্দ গংরা দেশীয় অস্ত্র-শস্ত্র ও রেলওয়ের ইটপাথর নিয়ে কৃষক দুলাল আকন্দের পাকা ধান ক্ষেত দখলে নিয়ে ক্ষেতের পুরো পাকা ধান যাহার আনুমানিক ১৫ মণ আমন ধান কেটে নিয়া যায়। এসময় নিরীহ কৃষক দুলাল আকন্দ ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে রেলওয়ের ইট-পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দেয়, এমনকি রিটন আকন্দ গংরা ওই কৃষকের বাড়ি-ঘরে ইট-পাথর ছুড়েছে বলে কৃষক পরিবারের সদস্যরা অভিযোগ করেন। পরে দুলাল আকন্দের পুত্র পিয়াস আকন্দ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং