কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রমিকদের মজুরির টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
রবিবার, ১৭ নভেম্বর সকাল ১১ টায় করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শতাধিক নারী ও পুরুষ বিক্ষুব্ধ শ্রমিকেরা এতে অংশ নেন। শ্রমিকদের এ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্ময়ক অভি চৌধুরী, যুব অধিকার পরিষদের সুমন তালুকদার, শফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সোহাগ মিয়া, জীবন মিয়া, আনাস মিয়া ও ছাত্র অধিকার পরিষদের আবু মুসা শান্ত একাত্মতা প্রকাশ করেন।
স্থানীয় যুবক মো. আমিনুল ইসলাম জানান, গত ২৮ অগাস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করি। দুই মাস অতিবাহিত হওয়ার পরেও তার তদন্ত হয়নি এবং শ্রমিকরাও তাদের মজুরি পাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করেননি।
বিক্ষুব্ধ শ্রমিকরা অনতিবিলম্বে তাদের মজুরি আদায় ও দোষি চেয়ারম্যানের বিচার দাবি করেন।
Leave a Reply