কিশোরগঞ্জের করিমগঞ্জে গুণধর ইউনিয়ন দক্ষিণ আশতকা গ্রামে একটি গ্যারেজের তালা কেটে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ব্যাটারী চালিত অটোরিকশা(৮ সিটের) চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর রাতের যেকোন সময় এই চুরি সংঘটিত হতে পারে বলে গ্যারাজ মালিকের ধারনা।
ক্ষতিগ্রস্ত অটোরিকশার মালিক উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের মৃত মজলু মিয়ার ছেলে। অটোর মালিক আল আমিন বলেন, এই অটোরিকশার ভাড়া দিয়ে আমি সংসার চালিয়ে আসছিলাম।কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিয়েছে। তিনি সারা দিন অটো চালিয়ে রাত ১১ টার দিকে অটোরিকশাটি নিজস্ব গ্যারেজে রেখে বসত ঘরে শুয়ে নিদ্রা যাপন করেন। রাতে অজ্ঞাত চোরেরা অটোরিকশাটি বের করে বাড়ির পাশের রাস্তা তুলে নিয়ে চলে যায়।
এ অবস্থায় সকালে স্থানীয়রা ডাক চিৎকার করে লোকজন জড়ো করলেও ততক্ষণে অটোরিকশাটি নিয়ে অজ্ঞাত চোরেরা চলে যায়। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply