1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

নান্দাইলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এডিসিকে দেয়া ভিসি’র আদেশ মানতে গড়িমসি

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইয়ের যোগ্যতা না থাকা সত্বেও অবৈধভাবে সুপার পদে ও অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কর্তৃক সরজমিন তদন্ত প্রতিবেদনে শতভাগ প্রমাণ মিলেছে।

এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ পাবলিক পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে দায়িত্ব পালন ও মাদ্রাসার জায়গা বিক্রি করে অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে অধ্যক্ষ মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদনের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মো. শামছুল আলমের আদেশক্রমে রেজিস্ট্রার মো. আইউব হোসেন ৪ নভেম্বর  ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শিক্ষা ও আইসিটি ও আচারগাঁও ফাজিল মাদ্রসার সভাপতি মাহফজুল আলম মাসুমকে এ লিখিত নির্দেশনা প্রদান করেছেন।

জানা গেছে, আচারগাঁও ফাজিল মাদ্রাসার এক ছাত্রের অভিভাবক মো. আনোয়ারুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যক্ষ্যের বিরুদ্ধে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ১৮ মার্চ ২০২৪ইং নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি নং ইআবি/রেজি/প্রশা/কা.গ.ব/ম-৫৫/২০১৫/১২০১৮ প্রদান করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে গত ৯ জুলাই তদন্ত কাজ সম্পন্ন করেন এবং ১১ জুলাই ২০২৪ইং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় বরবার উক্ত তদন্ত প্রতিবেদন স্মারক নং ৫.৪৫.৬১৭২.০০৩১৪.০২৪.২১.৩৮৩ দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর এরই আলোকে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ৪ নভেম্বর স্মারক লিপি নং ইআবি/রেজি/প্রশা/ফা.গ.ব/ম-৫৫/২০১৫/১২৮০৭ এর মাধ্যমে অত্র মাদ্রাসার সভাপতি এডিসি (শিক্ষা-আইসিটি)কে লিখিত নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু আইনগত ব্যবস্থা নিতে দায়িত্ব প্রাপ্ত মাদ্রাসার সভাপতি গড়িমসি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে  এডিসি (শিক্ষা ও আইসিটি) কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠি পেয়েছি, আমি ফিজিক্যাললি পরিদর্শন করবো। এছাড়া যাকে আমি ছিনিও না, জানি না, তার সাথে কোনদিন মিটিংও করিনি। একটা কাগজ দেখেই তো আমি সিদ্ধান্ত নিবো না। শীঘ্রই নভেম্বর এর মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং