1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

ইটনায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

 

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার, ২ নভেম্বর সকাল সাড়ে দশটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। পরে ইটনা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইটনা উপজেলার প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীগণসহ স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলার সমবায় অফিসের পরিদর্শক আহমদ হাসান আকন্দ, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছাত্র নেতা আজাদুর রহমান সুজন, ইটনা উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, সমবায়ী পীযূষ কান্তি দাস প্রমুখ।

বক্তাগণ জাতীয় সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এছাড়া জাতীয় সমবায় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং